Sunday, 16 June 2013

দু:স্থ,অসহায় ও নির্যাতিতদের পাশে থাকার শপথ নিয়ে বাংলাদেশ রিপোটার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা চট্টগ্রামে শুরু

কে এম রুবেল (চট্টগ্রাম) : বাংলাদেশ রিপোটার্স ক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক সভা শনিবার সন্ধায় সংগঠনের দেওয়ান হাটস্থ বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ জামাল উদ্দিন চৌধুরী (বিপ্লব) এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  আলতাফ চৌধুরী, জাহাঙ্গীর আলম, এমরাউল কায়েস মিঠু, নয়ন বড়ুয়া জয়, প্রকাশ বড়ুয়া, রুহুল আমিন, কিবরিয়া চৌধুরী ,আব্দুল কাদের রাজু, আব্দুল্লাহ আল মাসুদ, রফিকুলইসলাম শেখ সেলিম, বাচ্চু বড়ুয়া, মো: শফি, মোঃ মাহতাব উদ্দিন চৌধুরীসহ অনেকে।

Wednesday, 12 June 2013

চিটাগাং চেম্বার তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের কাছে গিয়ে মতবিনিময় করবে ঃ চেম্বার সভাপতি

কে এম রুবেল (চট্টগ্রাম) : দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম বলেন-চিটাগাং চেম্বার বর্তমানে একটি গণমূখী চেম্বার। ব্যবসায়ীদের ন্যায্য দাবী আদায়ে চিটাগাং চেম্বার সদা সচেষ্ট। এক্ষেত্রে সর্বস্তরের ব্যবসায়ীদের বিভিন্ন সংকট, সমস্যা ও স্বার্থ রক্ষায় চেম্বার সর্বাত্মক সহায়তায় এগিয়ে আসবে এবং তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের দ্বোরগোড়ায় গিয়ে তাদের সাথে মতবিনিময় করবে।

গার্মেন্টস ভিলেজ স্থাপন হলে চট্টগ্রামে পোশাক শিল্পের বিপ্লব সাধিত হবে : সিসিসি মেয়রের প্রতি চিটাগাং চেম্বার সভাপতি

কে এম রুবেল (চট্টগ্রাম) : চট্টগ্রামে গার্মেন্টস ভিলেজ স্থাপন হলে অত্র অঞ্চলের পোশাক শিল্পে বিপ্লব সাধিত হবে বলে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম মত প্রকাশ করেন।

হালিশহর চাঞ্চল্যকর শিশু আবির হত্যা মামলার রহস্য উদঘাটন : ০৫ আসামী গ্রেফতার

কে এম রুবেল (চট্টগ্রাম) : গত ১৭/১২/২০১২ ইং তারিখ অনুমান ০৬.০০ ঘটিকার সময় অত্র থানাধীন হালিশহর হা/এ বি-ব্লকস্থ বাসা নং-০৮ এর দঃ/পূর্ব পার্শ্বে ৩নং রোডের ১নং লেইনের পূর্ব মাথায় বাদীর ছেলে ইয়াছিন আরাফাত @ আবির খেলাধুলা করতে যাইয়া আর ফিরিয়া আসে নাই ।

Tuesday, 11 June 2013

জামিনে মুক্ত বাবুনগরী ফিরলেন চট্টগ্রামে

চট্টগ্রাম: ঢাকা অবরোধে ব্যাপক সহিংসতার পর গ্রেপ্তার হওয়া হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী জামিনে মুক্তির পর চট্টগ্রামে ফিরেছেন। অসুস্থ বাবুনগরীকে মঙ্গলবার ভোরে নগরীর প্রবর্তক মোড়ে বেসরকারী সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামিনে মুক্তির পর বাবুনগরী ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে সোমবার রাত ৯টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্সযোগে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে বাবুনগরীকে সিএসসিআর হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে বাবুনগরীর জামাতা মো.আবদুল্লাহ সংবাদ মাধ্যমকে জানান, বাবুনগরীর অবস্থা আগের চেয়ে ভাল। তবে তার ফুসফুস, কিডনি এবং পায়ে এখনও কিছুটা সমস্যা আছে।

Sunday, 9 June 2013

ডিবি পুলিশ কর্তৃক ৮০ (আশি) লিটার চোলাই মদ উদ্ধার : গ্রেফতার- ০১

কে এম রুবেল (চট্টগ্রাম) : গত ০৭ তারিখ তারিখ দুপুর অনুমান ১৩.৩৫ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান এর নির্দেশে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ তারেক আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব এসএম আতাউর রহমান এর নেতৃত্বে এসআই/ প্রকাশ প্রণয় দে,

Wednesday, 5 June 2013

চমেক হাসপাতালের চিকিৎসকদের মানববন্ধন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ড ইউনিট। বুধবার বেলা সাড়ে ১২টা। এ সময়ে এ ওয়ার্ডে থাকার কথা ছিল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরীর। কিন্তু ওয়ার্ডে গিয়ে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। ডা. এম এ হাসান কোথায় জানতে চাইলে ওয়ার্ডে দায়িত্বরত কর্মচারী ইয়াহিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘স্যার মিটিংয়ে গেছেন।’ কিসের মিটিং জানতে চাইলে বলেন, ‘এক ডাক্তারকে নাকি জেলে নিয়েছে। এর প্রতিবাদে হাসপাতালের সামনে ডাক্তার স্যারদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। ওখানে গেছেন স্যার।’ অস্ত্রোপচারের পর রোগীর শরীর থেকে নিডেল বের করতে ভুলে যাওয়ার অভিযোগে অভিযুক্ত চিকিৎসক সুরমান আলীকে আদালত সোমবার কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।